Admission Going On...

Download Admission Form

আমাদের বৈশিষ্ট্যসমূহঃ

. আধুনিক প্রযুক্তি ব্যবহার করে স্মার্ট ক্লাস রুমে পাঠদান।

. প্রত্যেক ক্লাসের পড়া ক্লাসেই কমপক্ষে ৮০% শেষ করানো হবে।

. ক্লাসের সময় ১ঘন্টা ১৫ মিনিট (৪৫ মিনিট লেকচার+১৫মিনিট পড়া+১৫ মিনিট প্রবলেম সল্ভিং)

. ছেলে মেয়েদের পৃথক ব্যাচ এবং এক ব্যাচে শিক্ষার্থীর সংখ্যা ২৫ জন।

. ফিঙ্গার প্রিন্ট দ্বারা উপস্থিতি গ্রহণ এবং সিসিটিভি দ্বারা সার্বক্ষনিক পর্যবেক্ষন।

. প্রত্যেক অধ্যায় শেখার শেষে পরীক্ষা গ্রহণ এবং কোর্স শেষে চূড়ান্ত পরীক্ষা গ্রহণের মাধ্যমে মূল্যায়ন

৭. নির্ধারিত কোর্স ফি ছাড়া পরীক্ষা ও লেকচারসীটের জন্য অতিরিক্ত ফি নেওয়া হবে না।

. আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিক্ষা গ্রহণ এবং চরিত্র ও দৃষ্টিভঙ্গি উন্নয়নে গুরুত্ব প্রদান।

. সর্বপরি ভালো শিক্ষার্থী এবং ভালো মানুষ হওয়ার প্রতি সমান গুরুত্ব দেওয়া হবে।

১০. প্রত্যেক মাস শেষে শিক্ষার্থীর সার্বিক রিপোর্ট অভিভাবকের কাছে প্রেরণ করা হবে।

শিক্ষার্থী ভর্তির নিয়ম ও শর্তাবলীঃ

১. নির্ধারিত ভর্তি ফর্ম পূরণ করে ভর্তি হতে হবে।

২. ভর্তির সময় অবশ্যই শিক্ষার্থীর অভিভাবক উপস্থিত হতে হবে।

৩. প্রত্যেক কোর্সের শুরুতে নির্ধারিত ফি দিতে হবে।

৪.  ক্লাসে কমপক্ষে ৯০% উপস্থিতি থাকতে হবে। 

৫. নির্ধারিত সময়ে ক্লাসে উপস্থিত হতে হবে (৩ দিন দেরি = ১ দিন অনুপস্থিত)।

৬. ক্লাস বা পরীক্ষা শুরুর ৫ মিনিট পর প্রবেশ করতে দেওয়া হবেনা।                

৭. সকল পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। 

৮. পর পর তিনটি পরীক্ষায় ৫০% নম্বরের কম পেলে ভর্তি বাতিল বলে গন্য হবে।          

৯. কোন পরীক্ষায় নকল করা যাবেনা, কারো দেখে লেখা কিংবা কাউকে দেখানো যাবেনা।                      

১০. পরিষ্কার মার্জিত পোষাক পরে এবং মার্জিতভাবে চুল কেটে আসতে হবে।

১১. প্রত্যেক মাসের শেষে অভিভাবক উপস্থিত হয়ে আমাদের সাথে মতবিনিময় করতে হবে।

১২. এক মাস ক্লাস করার পর শিক্ষার্থী এবং অভিভাবক অসন্তুষ্টি হলে কোর্স ফি ফেরত দেওয়া হবে।

১৩. তিন মাসের পর শিক্ষার্থীর কোন উন্নতি না হলে অভিভাবকের মাধ্যমে কোর্স ফি ফেরত দেওয়া হবে।

১৪. উপরোক্ত নিয়ম ও শর্তাবলী মেনে নিতে রাজি মর্মে শিক্ষার্থী এবং অভিভাবকের স্বাক্ষর করতে হবে।

Scroll to Top